বগুড়ার বিখ্যাত সম্পূর্ন হাতে তৈরী এই লাচ্ছা বানাতে উন্নত মানের ময়দা, ঘি ও ডালডা ব্যবহার করা হয়। আপনারা জানেন পাম ও নিম্নমানের তেলের জিনিসের থেকে, ঘিয়ের জিনিসের দাম সব সময় একটু বেশি হয়। এছারাও আমাদের বগুড়া বিভিন্ন সেমাই ফ্যাক্টরি তে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্ন মানের উপাদান এবং অটো মেসিন দিয়ে লাচ্ছা তৈরী করে থাকে যেগুলোর দাম অনেক কম কিন্তু আমরা নিজস্বভাবে সম্পূর্ন কোয়ালিটি চেক করে পুরান দক্ষ কারিগর দ্বারা সম্পূর্ন হাতে লাচ্ছা তৈরী করে থাকি তাই এর দাম তুলনামূলক অনেক দেশী। বাজারে অনেকে নিম্নমানের রং ব্যবহার করে কিন্তু আমরা কোন ধরনের রং ব্যবহার করি না।
আমরা নিজস্বভাবে সম্পূর্ন কোয়ালিটি চেক করে নিজস্বভাবে হাতে লাচ্ছা তৈরী করে থাকি। এরপর স্বাস্ত্যসম্মত ফয়েল প্যাকে ভরা হয় যেন লাচ্ছার স্বার ও মান ওটুট থাকে এরপর সিল করে প্যাকেটে করে আপনাদের কাছে পাঠানো হয়। আমাদের সংরক্ষন পদ্ধতি মানতে পারলে আপনি অনায়াসে ৯০ দিন পর্যন্ত সেমাই রেখে খেতে পারবেন।
আমরা “হামার বাজার” আপনাদের যে লাচ্ছা দিচ্ছি সেটি আপনারা প্যাকেট খোলার ৯০ দিন পর্যন্ত খেতে পারবেন। আপনারা ইচ্ছা করতে ফ্রিজে রেখে দিনে পারেন অথবা ঠান্ডা কোন যায়গায় রেখে দিতে পারেন।